ধর্ম-বর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার বিকেল ৪টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উন্নত জাতের বাছুর ও গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, সবার ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম-বর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে। শেখ হাসিনার সরকার সেটাই নিশ্চিত করে চলেছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্য এটি অন্যতম। এই প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।’
ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাদকসংশ্লিষ্টতা কমানো ও বাল্যবিবাহ প্রতিরোধ করে সমাজ উন্নয়নে অবদান রাখতে হবে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।’
প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি তলাবিহীন ঝুড়ির দেশকে টানতে টানতে আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।
‘বর্তমান সরকার কৃষককে প্রণোদনা দিচ্ছে। সারের অভাব নেই। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার পাশাপাশি বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। এর ফলে আমাদের কৃষিতে বিপ্লব ঘটেছে। দেশে খাদ্যের অভাব নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক উত্তম কুমার দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিন মনোয়ারা হক, নিয়ামতপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, উপপ্রকল্প পরিচালক আনোয়ার সাহাদত।
অনুষ্ঠানে ১৪০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীকে উন্নত জাতের বাছুর ও গো-খাদ্য দেয়া হয়।