হাসপাতালে চিকিৎসাধীন বাবার সামনে ছেলেকে নিজ গালে জুতা মারতে বাধ্য করার ঘটনায় মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপিতে শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি রানা হামিদ জানান, জেলা শাখার জরুরি বৈঠকে মহেশপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাশের বিরুদ্ধে সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে মহেশপুর শাখার সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন উপজেলার যাদবপুর গ্রামের গিয়াস উদ্দিন। তার ছেলে এস এম সরকার হোসাইন ঢাকায় চাকরি করেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত হোসাইন বাবার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান।
অভিযোগ, পরদিন রাত ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ তার তিন কর্মীকে নিয়ে হাসপাতালে যান। তাদের বিরুদ্ধে ফেসবুকে লেখা নিয়ে সেখানেই হোসাইনের ওপর চড়াও হন তারা।
ওই সময় হোসাইন আক্রমণাত্মক পরিস্থিতি দেখে ক্ষমা চান। একপর্যায়ে পায়ে ধরেও ক্ষমা ভিক্ষা চান। এর পরও ছাত্রলীগ সভাপতি নিজের পায়ের জুতা খুলে এগিয়ে দিয়ে হুকুম দেন নিজের মুখে বাড়ি মারতে। উপায় না দেখে হোসাইন নিজের মুখে জুতা দিয়ে বাড়ি মারেন।
স্বজনদের অভিযোগ, এ ঘটনার পর মানসিক কষ্টে শুক্রবার যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসাইনের বাবার মৃত্যু হয়।