রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটের কাছে ফেরির পকেট গেট থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ মোজাফফর হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মোজাফফরের বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে।গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবী নিউজবাংলাকে জানান, বুধবার রাত ১০টার দিকে কুষ্টিয়া থেকে লালন পরিবহনে ওঠেন মোজাফফর।
ফেরিতে বাস ওঠার পর তিনি বাস থেকে নেমে ফেরির পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। ফেরি ছাড়ার সময় ধাক্কা খেয়ে তিনি নদীতে পড়ে যান।
তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।গোয়ালন্দ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন নিউজবাংলাকে জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মোজাফফরকে উদ্ধারের চেষ্টা চালান। বেলা ২টার দিকে তার মরদেহ ১২ কিলোমিটার দূরে ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।