ঝিনাইদহের কালীগঞ্জে বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে।
ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের ছালাভরায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৭ বছর বয়সী রহিমা খাতুন সদর উপজেলার চেউনিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে গড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
নিউজবাংলাকে কালীগঞ্জ ফায়ার স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ৩ টার দিকে মা ফরিদা খাতুন কালীগঞ্জ থেকে কাপড় কিনে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তারা ছালাভরায় নেমে ইজিবাইকের ভাড়া দেয়ার সময় শিশু রহিমা দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী মামুন পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরিবারের লোকজন চাইলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হবে।’
বাসটি আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘চালক পলাতক রয়েছে।’