ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগে করা মামলায় বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অফ নিউজ শাকিল আহমেদ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাকিল।
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিব উল্যাহ হিরু আসামিপক্ষে এ জামিন আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ৮ নভেম্বর আসামি শাকিল আহমেদ হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে চার সপ্তাহের আগাম জামিন দেয়। এরপর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী আসামি আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল নিউজবাংলাকে জানান, শুনানি শেষে আদালত মামলার নথি ম্যাজিস্ট্রেট আদালতে থাকায় তা তলব করেছে। সেই সঙ্গে আগামী ১৭ জানুয়ারি জামিন আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ৪ নভেম্বর রাতে গুলশান থানায় শাকিলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন এক নারী। ওই নারী পেশায় চিকিৎসক হলেও সংবাদ উপস্থাপক হিসেবে বেশি পরিচিত।