বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তর ও দক্ষিণে ট্রেন চলাচল শুরু, সময় বিপর্যয়

  •    
  • ২ ডিসেম্বর, ২০২১ ২২:৫১

ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের এক যাত্রী জানান, ট্রেনটি বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল রাত ১১টায়। অথচ সেই সময় ট্রেনটি অবস্থায় করছিল সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে।

মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল শুরু হলেও সময় বিপর্যয় দেখা দিয়েছে।

দুর্ঘটনার সাড়ে ছয় ঘণ্টা পর রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পাকশী রেলওয়ের সহকারী প্রকৌশলী শিপন আলী।

তবে দীর্ঘ সময় ঢাকার সঙ্গে দেশের ‍উত্তর ও দক্ষিণবঙ্গের লাইন বন্ধ থাকায় রেলের সময় বিপর্যয় হয়েছে। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময় থেকে তিন থেকে চার ঘণ্টা পিছিয়ে পড়েছে। কোনো ট্রেনই সময় মতো ফিরতে পারেনি ঢাকায়। আবার ঢাকা থেকেও ছেড়ে যেতে পারেনি।

ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের এক যাত্রী জানান, ট্রেনটি বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল রাত ১১টায়। অথচ সেই সময় ট্রেনটি ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে। পদ্মা এক্সপ্রেস ঢাকায় আসতে সময় লাগবে আরও প্রায় চার ঘণ্টা। এরপর ইঞ্জিন পাল্টে ফিরতি যাত্রা করতে ৩০-৪০ মিনিট লাগবে। সেই হিসাবে এই ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চার ঘণ্টা বেশি দেরিতে যাত্রা করবে।

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের সব ট্রেনের অবস্থায় এমনই। দুর্ঘটনার পর এসব রুটে চলাচল করা আন্তঃনগরসহ সাতটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

ট্রেনগুলোর মধ্যে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস পাবনার চাটমোহর স্টেশনে, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস নাটোরের আবদুলপুর স্টেশনে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস নাটোর স্টেশনে ও বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস মাঝগ্রাম স্টেশনে থামিয়ে রাখা হয়।

আর ঢাকা থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস সিরাজগঞ্জ স্টেশনের ও সিল্কসিটি ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে আটকা পড়ে।

এ ছাড়া দুর্ঘটনার পরপরই বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক মামুন জানিয়েছিলেন, চাটমোটর স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের পাবনার ভাঙ্গুড়ার ভাঙ্গুড়ার বড়ালব্রিজ এলাকায় মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক মামুন বলেন, ‘পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়ালব্রিজ স্টেশন পার হওয়ার সময় বিকট শব্দে ট্রেনটির পেছনের ১০টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে একটি বগি হেলে পড়ে। আরেকটির চাকা লাইন থেকে পড়ে যায়।

এ বিভাগের আরো খবর