রাজধানীর শাহ আলী থানায় করা যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির মামলায় সহোদর দুই ভাইবোনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম দেবব্রত বিশ্বাস মামলাটির শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন মো. শরীফ ও তার বোন মোছা. জুঁই।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার পুলিশের উপপরিদর্শক মো. মহিদুল ইসলাম দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান ও ওবায়দুল্লাহ কাজী জামিন চেয়ে শুনানি করেন। তারা দাবি করেন, ২ নম্বর আসামি জুঁই এই মামলার বাদীর স্বামীর বিরুদ্ধে গত ১৮ অক্টোবর যৌন নির্যাতনের একটি মামলা করেছিলেন। সেই মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। সেই মামলার প্রতিশোধ নিতেই বর্তমান মামলাটি করা হয়েছে।
আইনজীবীরা আরও দাবি করেন, বোনের উপস্থিততে তার আপন ভাই অন্য নারীকে শ্লীলতাহানি ঘটানোর যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ সাজানো। আসামিরা নির্দোষ।
রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের বিরোধিতা করা হয়। দুই পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নাকচ করে কারাগারে আটক রাখার নির্দেশ দেয় আদালত।
মামলার সূত্র ধরে গত ২৫ নভেম্বর রাত ১২টার দিকে শাহ আলী থানাধীন এলাকা থেকে অভিযুক্ত দুই ভাইবোনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, গত ৬ নভেম্বর আসামি জুঁই মাগরিবের নামাজ শেষে বাদীর বাসায় যান। বাদী তাকে বসতে বলে আপ্যায়ন করার জন্য পাশের রুমে চা তৈরি করতে যান। চা নিয়ে ফিরে এসে দেখেন, জুঁইয়ের ভাই শরীফও এসেছেন। তিনি চা রাখার জন্য টেবিলের কাছে গেলে শরীফ পেছন থেকে জড়িয়ে ধরে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। তিনি চিৎকার করলে আসামিরা পালিয়ে যান।