জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের জায়গায় নতুন সাধারণ সম্পাদক পেয়েছে গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
আতাউল্লাহ মণ্ডলকে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক পদ শূন্য হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মহানগর আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
- আরও পড়ুন: জাহাঙ্গীরের জায়গায় আসছেন কে
সিটি করপোরেশন গঠনের আগে আতাউল্লাহ একটানা ২৬ বছর গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার আগে তিনি ছিলেন জয়দেবপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ছাত্রজীবনে তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগ মনোনীত সাধারণ সম্পাদক ছিলেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আতাউল্লাহ নিউজবাংলাকে বলেন, ‘দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দ্বিতীয় গোপালগঞ্জখ্যাত গাজীপুরের ঐতিহ্য বজায় রাখতে নেতা-কর্মীদের নিয়ে সচেষ্ট থাকব।
‘আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। দুঃসময়ে গাজীপুরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকে। অতীতের মতো ভবিষ্যতেও দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।’
গত ২২ সেপ্টেম্বর মেয়র জাহাঙ্গীরের ঘরোয়া আলোচনার রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করতে শোনা যায়। এরপর আওয়ামী লীগের একটি অংশ জাহাঙ্গীরের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভে নামে।
ক্ষোভ-বিক্ষোভের মধ্যে গত ৩ অক্টোবর জাহাঙ্গীরের ব্যাখ্যা চায় আওয়ামী লীগ। এতে তাকে ১৫ দিন সময় দেয়া হয়। ১৮ অক্টোবর সময়সীমা শেষ হওয়ার আগেই মেয়র তার ব্যাখ্যা দেন বলে নিউজবাংলাকে জানান।
এরপর ২৩ অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ১৯ নভেম্বর তাদের দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত হবে।
- আরও পড়ুন: মেয়র জাহাঙ্গীর আর আওয়ামী লীগের নেতা নন
১৯ নভেম্বরের ওই কার্যনির্বাহী সংসদের বৈঠকে জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়।