স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ ও ভরপাষা ইউনিয়নে গরীব দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী।
বাহিনীর ৭ পদাতিক ডিভিশন এরিয়া সদর দপ্তর বরিশালের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার ইউনিয়ন দুটির ৬ শতাধিক মানুষকে ত্রাণ দেয়া হয়। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ৭ পদাতিক ডিভিশন।
শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ৬২ ইস্ট বেঙ্গলের আয়োজনে বাকেরগঞ্জ থানার হেলিপ্যাড মাঠে এবং ভরপাষা ইউনিয়ন পরিষদ মাঠে ত্রাণ বিতরণ করেন ৬ পদাতিক ব্রিগেডের ৪১ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল আলম বেগ এবং ৬২ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার মেজর তানভীর রশিদ খান। উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট তাজউদ্দীন আহমেদ রৌদ্র।
অসহায় মানুষ ত্রাণ সহায়তা পেয়ে শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইস্ট বেঙ্গল ও ৭ পদাতিক ডিভিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।