পেঁয়াজের উন্নত জাত উৎপাদনে ইউরোপের দেশ নেদারল্যান্ডস সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক।
ইউরোপ সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে পেঁয়াজ সংরক্ষণে সমস্যা রয়েছে। সঠিকভাবে সংরক্ষণের অভাবে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই পেঁয়াজের উন্নত জাত উৎপাদন ও সংরক্ষণকাল বৃদ্ধিতে প্রযুক্তিগত সহায়তা দেবে নেদারল্যান্ডস।’
পাশাপাশি আলু উৎপাদন ও সংরক্ষণেও দেশটি সহায়তা করবে বলে জানান কৃষিমন্ত্রী।
সচিবালয়ে বুধবার সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী। ছবি: নিউজবাংলা
পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে দেশে ডাচ পেঁয়াজের উন্নত জাত, উৎপাদন ও সংরক্ষণকাল বৃদ্ধির প্রযুক্তি আনতে চান কৃষিমন্ত্রী। নেদারল্যান্ডসে সফররত অবস্থায় দেশটির কয়েকটি উৎপাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে এমন আগ্রহের কথা প্রকাশ করেন তিনি।
নেদারল্যান্ডসের ইমেলুর্ডে শীর্ষস্থানীয় পেঁয়াজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ওয়াটারম্যান ওনিয়ন্স’ পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী জানান, ডাচ প্রযুক্তি ও দক্ষতাকে ব্যবহার করে দেশেও পেঁয়াজ সংরক্ষণের সময়সীমা বাড়ানো সম্ভব।’
এ ছাড়া বাংলাদেশে সেপ্টেম্বর-ডিসেম্বর মাসে পেঁয়াজের ঘাটতি দেখা দিলে নেদারল্যান্ডস থেকে আমদানির বিষয়টি নিয়েও আলোচনা করেন তিনি। কারণ সেপ্টেম্বরেও নেদারল্যান্ডে পেঁয়াজ চাষ হয়।
একই সঙ্গে সফরকালে আলু উৎপাদনে জড়িত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ছাড়াও দেশে রপ্তানিযোগ্য আলুর উৎপাদন এবং আলু সংরক্ষণে তাদের কাছে প্রযুক্তিগত সহায়তা কামনা করেন তিনি।