বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর

  •    
  • ২৩ নভেম্বর, ২০২১ ১৪:৪০

প্রার্থী শামছুল ইসলাম সুমন বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী কামাল হোসেনের লোকজন আমার নির্বাচনি অফিস ও প্রচার মাইক ভাঙচুর করেছে। এ ছাড়াও বিভিন্ন সময় আমার কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে।’ তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী কামাল হোসেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর বাজার ও পদ্মা বাজারে নির্বাচনি অফিস সোমবার রাতে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

প্রার্থী শামছুল ইসলাম সুমন বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী কামাল হোসেনের লোকজন আমার নির্বাচনি অফিস ও প্রচার মাইক ভাঙচুর করেছে। এ ছাড়াও বিভিন্ন সময় আমার কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে।’

তবে এ অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী কামাল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নিজেদের লোক দিয়েই নির্বাচনি অফিস ভাঙচুর করিয়েছে শামছুল। কিন্তু নৌকার সমর্থকদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। এ ঘটনার সঙ্গে আমার কোনো সমর্থক জড়িত নয়।’

ভাঙচুরের প্রতিবাদে সোমবার রাতেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা বিক্ষোভ করেন। তারা জানান, রাত ১১টার দিকে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশায় করে এসে কয়েকজন অতর্কিতভাব নির্বাচনি অফিসে হামলা চালায়। এ সময় তারা দুটি কার্যালয়ের চেয়ার, টেবিলসহ নির্বাচনি সরঞ্জাম ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুটি নির্বাচনি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুরের ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর