তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।
তাকে বহনকারী উড়োজাহাজটি সকাল সোয়া ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির ভাইস প্রেসিডেন্টের এ সফরকালে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ সফরে এসেছেন ফয়সাল।
এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।