রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জ মডেল নিমতলী এলাকায় একতলা ভবনের ছাদ থেকে পড়ে হযরত আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে শিশুটি মারা যায়।
শিশুটির বাবা আব্দুস সালাম বলেন, আমার এক ছেলে ও এক মেয়ের মধ্যে হযরত আলী ছোট। ছেলেটা সকালে বাসার ছাদে উঠে দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ ছাদের ওপর থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে সে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।