বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুকুরে ডুবে ভাইয়ের মৃত্যু, বেঁচে গেল বোন

  •    
  • ১৪ নভেম্বর, ২০২১ ১৯:৩৮

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মরদেহ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। কোনো অভিযোগ না থাকায় আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর সদরে একটি অটো রাইস মিলের পুকুরে ডুবে পাঁচ বছর বয়সী হাসান আলী নামে এক শিশু নিহত হয়েছে।

এ সময় আহত হয় তার দুই বছর বয়সী বোন মিম আক্তার।

উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের রূপম মোড়ের শংকর অটো রাইস মিলের পুকুরে রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দুই শিশু ওই এলাকার মোকলেসুর রহমানের ছেলে-মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে মিলের পুকুরপাড়ে বসে দুই ভাইবোন খেলা করছিল। খেলার একপর্যায়ে হাসান আলী পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে ছোট বোন মিম আক্তারও পানিতে নামে।

পরে মিলের শ্রমিকরা দেখতে পেয়ে দুই শিশুকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আর মিমকে হাসপাতালে ভর্তি করে নেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মরদেহ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

কোনো অভিযোগ না থাকায় আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর