বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসএসসি শুরুর দিনে তীব্র জট রাজধানীতে

  •    
  • ১৪ নভেম্বর, ২০২১ ১৩:০২

দিনের শুরুতেই বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার কেন্দ্রমুখী যানবাহনের চাপ ছিল। সবচেয়ে বেশি যানজট দেখা যায় মিরপুর ও উত্তরা এলাকায়।

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন রোববার তীব্র যানজটের কবলে পড়ে রাজধানী।

দিনের শুরুতেই বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার কেন্দ্রমুখী যানবাহনের চাপ ছিল। সবচেয়ে বেশি যানজট দেখা যায় মিরপুর ও উত্তরা এলাকায়।

টেকনিক্যালে দুর্ঘটনা

রাজধানীর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) মোড় এলাকায় সড়ক দুর্ঘটনার প্রভাবে ভোর থেকেই যান চলাচলে বিঘ্ন ঘটছে।

ভোরে টেকনিক্যাল মোড় এলাকায় নির্মাণকাজে ব্যবহৃত বড় মিক্সার গাড়ি উল্টে যায়। এতে মিরপুর-কল্যাণপুর-গাবতলী-আমিনবাজার-দারুস সালাম এলাকার যান চলাচলে ধীরগতির সৃষ্টি হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আশপাশের স্কুলগামী পরীক্ষার্থীদের চাপ শুরু হলে যানজট আমিনবাজার পর্যন্ত ছাড়িয়ে যায়।

ট্রাফিক পুলিশের দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘ভোর থেকে একটি বড় মিক্সার গাড়ি টেকনিক্যাল মোড়ে উল্টে পড়ে আছে। এটা এমন একটা জায়গায় পড়েছে যে, আশপাশের সব রাস্তার গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। সকাল থেকে আমাদের যে ছোট ছোট রেকার আছে, সেগুলো দিয়ে মিক্সারটা সরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি।

‘এখন বড় রেকার আনা হচ্ছে। মিরপুর এলাকায় অনেক স্কুল রয়েছে, যেখানে পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের বহনকারী গাড়ির জটলাও আছে। এই এলাকার সিচুয়েশনটা এমন যে, কোনো গাড়ি মুভ করতে পারছে না। আমরা বেশ কিছু পরীক্ষার্থীকে হলে পৌঁছাতে সহযোগিতা করেছি।’

উত্তরায় স্থবির যান

সকাল থেকে যানবাহনের ভয়াবহ চাপ ছিল উত্তরা এলাকায়। উত্তরা থেকে এয়ারপোর্ট পর্যন্ত লম্বা সময় স্থবির হয়ে ছিল যানবাহন। এটুকু রাস্তা পার হতে ১ ঘণ্টারও বেশি সময় লেগে যায়।

উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসিন্দা আবদুল লতিফ নিউজবাংলাকে বলেন, ‘আমি মতিঝিল যাওয়ার জন্য নিজের গাড়ি নিয়ে বের হয়েছি। রাজলক্ষ্মী ইউলুপ ঘোরার জন্য আমি আধাঘণ্টার ওপর বসে ছিলাম। এয়ারপোর্ট পর্যন্ত আসতে আমার প্রায় দেড় ঘণ্টা সময় লেগে গেছে।

‘এরপর বনানী পর্যন্ত রাস্তা কিছুটা ফাঁকা পেয়েছি। তারপর আবার জ্যাম।’

যানজটের কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘শুনলাম আজকে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। সে জন্য ভিআইপি মুভমেন্টের জন্য রাস্তা হয়তো বন্ধ ছিল।’

এ বিষয়ে কথা হয় এয়ারপোর্ট জোনের ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মো. আবদুল্লাহর সঙ্গে।

তিনি বলেন, ‘সকাল থেকে এই এলাকায় গাড়ির খুব চাপ থাকলেও এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। স্লো হলেও গাড়ি রান করছে। এখন আর স্টাক হয়ে নেই।’

তিনি আরও বলেন, ‘ভিআইপি মুভমেন্টের প্রভাব এই এলাকায় পড়েনি। কারণ বিমানবন্দর থেকে ভিআইপি মুভমেন্ট হয় ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে। উত্তরায় কয়েকটি কারণে এই জ্যাম।

‘প্রথমত, বৃষ্টি হয়েছে। আবার কিছু কিছু রাস্তায় কাজ চলছে। এই কারণে গাড়ি স্লো ছিল। তা ছাড়া ওয়ার্কিং ডে আর পরীক্ষার জন্য আজকে রাস্তায় গাড়ি বেশি। সে জন্য এমন চাপ তৈরি হয়েছে।’

প্রধানমন্ত্রীর ফিরে আসা

ইউরোপ সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর গণভবনে পৌঁছাতে ক্যান্টনমেন্ট এলাকা ব্যবহার করে, তবে জাহাঙ্গীর গেট থেকে গণভবন পর্যন্ত মূল সড়ক ব্যবহার করতে হয়। সে জন্য ওই এলাকার সব রাস্তায় প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এর প্রভাবে বিজয় সরণি-ফার্মগেট-সাতরাস্তা-মহাখালী-বনানী-তেঁজগাঁও এলাকায় যানজট দেখা যায়।

রাজধানীর স্কুলগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির জটলার কারণে এর প্রভাব পড়ছে আশপাশের মূল সড়কগুলোতে। মতিঝিল-সিদ্ধেশ্বরী-ফার্মগেট-মোহম্মদপুর-ধানমন্ডি-আজিমপুর এলাকায় এমন চিত্র দেখা যায়।

এ বিভাগের আরো খবর