বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই প্রার্থীর ভোট সমান হওয়ার পর এক ভোট কারচুপির অভিযোগ

  •    
  • ১২ নভেম্বর, ২০২১ ২২:৫৮

আওয়ামী লীগের প্রার্থী একটি কেন্দ্র থেকে পাওয়া ব্যালট পেপার দেখিয়ে বলছেন, এই ভোটটি কারচুপি করায় দুই জনের ভোট সমান হয়েছে। ব্যালটটি গ্রহণ করে তাকে বিজয়ী ঘোষণার দাবিতে সমাবেশ করেছেন তিনি। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বলেছেন, সেই কেন্দ্র দখল করতে গিয়েছিলেন নৌকার প্রার্থী। কিন্তু সফল হননি। এ সময় ব্যালট পেপারটি বাইরে আনা হয়। কেন্দ্রের বাইরে ব্যালট আনায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি।

দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদে আবার ভোট হবে জানানোর পর নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসিরকে বিজয়ী ঘোষণার দাবিতে বিক্ষোভ হয়েছে।

ক্ষমতাসীন দলের প্রার্থী সমাবেশ করা ছাড়াও জেলা প্রশাসকের কাছে তাকে বিজয়ী ঘোষণা করতে লিখিত আবেদন করেছেন। তবে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদল নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর আস্থা রেখেছেন।

বৃহস্পতিবারের ভোট সদর উপজেলার এই ইউনিয়নের ফল সারা দেশের মধ্যে ব্যতিক্রমী হয়ে উঠে। রাত সাড়ে আটটার দিকে রিটানিং কর্মকর্তা ফল ঘোষণার পর তৈরি হয় বিস্ময়।

তিনি জানান, আওয়ামী লীগের প্রার্থী নাজমুল ইসলাম নাসিরের নৌকা প্রতীক আর স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল আনারস প্রতীকেও ভোট পড়েছে সমানসংখ্যক ৫ হাজার ৭০০টি। ফলে চেয়ারম্যান পদে ফলাফল অমীমাংসিত ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।

কিন্তু এতে অসন্তোষ জানান নৌকার প্রার্থী নাজমুল। তিনি দাবি করেন একটি কেন্দ্রে তার ভোট জালিয়াতি করে ফেলে দেয়া হয়েছে। তিনি নৌকায় সিল দেয়া একটি ব্যালট পেপার নির্বাচন কর্মকর্তাকে দেখিয়ে সেটি সংযোজন করে নৌকাকে বিজয়ী ঘোষণা করার দাবি জানান। কিন্ত নির্বাচন কর্মকর্তা নাসিরের দাবি গ্রহণ না করে ফলাফল ঘোষণা কার্যক্রম বন্ধ করে চলে যান।

শুক্রবার সকাল ১১টার দিকে নাজমুল কয়েক হাজার সমর্থক নিয়ে বরগুনা প্রেসক্লাবের সামনে সমাবেশও করেন। সেখানে তিনি বলেন, ‘ডিএন কলেজ কেন্দ্রে তার ভোট কারচুপি হয়েছে।’

ওই কেন্দ্র থেকে নৌকার সিল দেয়া ব্যালট উদ্ধার করে নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিলেও তিনি গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছেন- এমন অভিযোগ তুলে ওই ভোটটি গ্রহণ করে নৌকার জয় ঘোষণা করার দাবি জানান তিনি।

স্বতন্ত্র প্রার্থী এমএম বারী বাদল এ বিষয়ে নিউজবাংলাকে বলেন, ‘নৌকার প্রার্থী ডিএন কলেজ কেন্দ্র দখল করে ভোট কাটার চেষ্টা করেছিল। তখন তারা ব্যালট কেড়ে নিয়ে সিল দিয়ে বাক্সে ফেলেছে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় শেষ পর্যন্ত সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।’

যে ব্যালটটি নাজমুল দেখিয়েছেন, সেটি কেন্দ্র দখলের চেষ্টার সময় নিজেরাই বের করেছেন- এমন অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী পাল্টা অভিযোগ করে বলেন, ‘কারো কাছে সিল দেয়া ব্যালট পাওয়া গেলে সেটা আইনে অপরাধ। তিনি ভোট না কাটলে আমি নিশ্চিত জয়লাভ করতাম।’

বারী বলেন, ‘নির্বাচন কমিশন যে ডিসিশন নিবে আমি মানতে বাধ্য।’

বরগুনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন রিটানিং কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘চেয়ারম্যান প্রার্থীদের প্রাপ্ত ভোট সমান সংখ্যক হওয়ায় ফলাফল অমিমাংসিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনে জানানোর পর বিধিমোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

জেলা নির্বাচন কর্মকতা দীলিপ কুমার হালদার বলেন,‘দুই চেয়ারম্যান প্রার্থীর ভোট সমান হওয়ার বিষয়টি রিটানিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবেন। নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

এ বিভাগের আরো খবর