বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাবির জি ও এইচ ইউনিটের ফল প্রকাশ

  •    
  • ১২ নভেম্বর, ২০২১ ১৫:৩২

এ বছর বিশ্ববিদ্যালয়ের এইচ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিলো ৮ হাজার ৮৯৬ জন। প্রতি আসনে লড়েছেন ১৭৭ জন শিক্ষার্থী। অন্যদিকে এইচ ইউনিটে আবেদন করেন ২৩ হাজার ৩১৬ জন। প্রতি আসনে লড়েছেন ৪১৬ জন শিক্ষার্থী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজের অধীন জি ইউনিটের এবং ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটির) ইনস্টিটিউটের অধীন এইচ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপনিবন্ধক কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল দেখা যাবে https://juniv.edu/ ওয়েবসাইটে।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা আবু হাসান জানান, জি ও এইচ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

জি ইউনিটের আসন সংখ্যা ৫০টি। এর মধ্যে ছেলে ও মেয়েদের জন্য ২৫টি করে আসন বরাদ্দ।

এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিলো ৮ হাজার ৮৯৬ জন। প্রতি আসনে লড়েছেন ১৭৭ জন শিক্ষার্থী।

অন্যদিকে এইচ ইউনিটের আসন সংখ্যা ৫৬টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৮টি এবং মেয়েদের জন্যও ২৮টি আসন বরাদ্দ।

এ বছর এইচ ইউনিটে আবেদন করেন ২৩ হাজার ৩১৬ জন। প্রতি আসনে লড়েছেন ৪১৬ জন শিক্ষার্থী।

এ বিভাগের আরো খবর