দিনাজপুর শহরের ঘাগড়া ক্যানেল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শহরের মালদাহ্ পট্টি এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারায়ণ কুমার কুণ্ডুর মরদেহ উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহিরুর ইসলাম।
মৃত নারায়ণ কুমার কুন্ডু শহরের ছোট গুড়গোলা এলাকায় থাকতেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
নিহতের ছেলে পলাশ কুমার কুন্ডু বলেন, ‘আমার বাবা ফেরি করতেন। বেচাকেনা কম হলে মাঝেমধ্যে ভিক্ষাও করতেন। বুধবার বিকেল ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। আর রাতে ফেরেননি। সকালে খবর পেয়ে আমরা ঘাগড়ায় আসি।’
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার এসআই জাহিরুর ইসলাম বলেন, ‘ওই এলাকার এক যুবক মরদেহটি দেখতে পান। পরে পানি থেকে নারায়ণের নিথর দেহ উদ্ধার করে পুুলিশ।’
তিনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।