দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে যানবাহনের চার কিলোমিটার জট। পাটুরিয়ার ১ ও ৫ নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় এ পথে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
সরেজমিনে বুধবার দেখা যায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকায় ট্রাক ও বাসের সারি। অপচনশীল পণ্য নিয়ে দৌলতদিয়া থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অপেক্ষা করছে অসংখ্য গাড়ি।
এ অবস্থায় বাস পার হতে অপেক্ষা করতে হচ্ছে ৩-৪ ঘণ্টা। অন্যদিকে গোয়ালন্দ মোড়ে আটকে থাকা ট্রাকচালকদের পার হতে সময় লাগছে ২ দিন পর্যন্ত।যশোর থেকে কাঁচা পণ্য নিয়ে আসা ট্রাকচালক আনিস সরদার বলেন, ‘ভোর ৫টায় ফেরিঘাটে এলেও এখনও ফেরিতে উঠতে পারি নাই। এই ঘাটে কিছু হলেই আমাদের ভোগান্তিতে পড়তে হয়। এই নৌপথে আরও ফেরি ও ঘাটের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’ফরিদপুর থেকে আসা আরেক ট্রাকের হেলপার শাকিল বলেন, ‘এই দীর্ঘ জটে আমাদের ভোগান্তির শেষ নাই। এই নৌপথে এমন জট সব সময়ই দেখা যায়। এখানে ফেরি ও ঘাটের সংখ্যা বাড়াতে হবে।’খুলনা থেকে ঢাকাগামী যাত্রী আহসান হাবীব বলেন, ‘এই নৌরুটে এমন জ্যাম লেগেই আছে। মনে হয় আরেকটা পদ্মা সেতু না হওয়া পর্যন্ত আমাদের ভোগান্তি কমবে না।’গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আটকে থাকা কয়েকজন ট্রাকচালক জানান, এখানে ১-২ দিন পর্যন্ত তাদের আটকে থাকতে হচ্ছে। এই এলাকায় খাবার হোটেল, বাথরুম না থাকায় ভোগান্তির শেষ নেই।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন (বাণিজ্য) বলেন, ‘এই মুহূর্তে ১৭টি ফেরি চলাচল করছে। পাটুরিয়ায় দুটি ঘাট বন্ধ থাকায় এই যানজট সৃষ্টি হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমরা ঘাটের সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’