গাইবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার আবু সাইদ।
মৃত ছাবিনা বেগম ওই এলাকার আবদুর রাজ্জাক মিয়ার স্ত্রী।
মৃতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ছাবিনা বেগম ঘুম থেকে উঠে ব্যায়াম করতে যান। কিছু সময় পর বাড়িতে ফিরে আঙিনা ঝাড়ু দেন।
পরে বিশ্রাম নেয়ার জন্য আঙিনার পাশের সেপটিক ট্যাংকের ওপর বসে পড়েন। এ সময় হঠাৎ সেপটিক ট্যাংকের মুখ ভেঙে নিচে পড়ে যান তিনি।
পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে রশি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
ফায়ার ফাইটার আবু সাইদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর ওই নারীকে উদ্ধার করা হয়।
পরে তাকে জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।