বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকাডুবির দুদিন পর ভেসে উঠল জেলের মরদেহ

  •    
  • ৯ নভেম্বর, ২০২১ ১৫:৫৭

ওসি মোসলেহ উদ্দিন জানান, নিখোঁজ নুরউদ্দিনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই ডুবে যান। তার সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছে পুলিশ।

লক্ষ্মীপুরে মেঘনায় নৌকা ডুবে নিখোঁজের দুই দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কমলনগর উপজেলার মাতাব্বরহাটে মেঘনা নদী থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে মো. নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও মেলেনি তার ছেলে নুরউদ্দিনের সন্ধান।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন।

স্থানীয়রা জানান, সকালে নদীতে নুরুজ্জামানের মরদেহ ভেসে উঠতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে রোববার রাত ৩টার দিকে নদীতে মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে ছয়জনসহ নৌকাটি ডুবে যায়। চার জেলে সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাবা-ছেলে নিখোঁজ হন।

নিখোঁজ নুরউদ্দিন একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদী মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না।

ওসি মোসলেহ উদ্দিন জানান, নিখোঁজ নুরউদ্দিনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই ডুবে যান। তার সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এ বিভাগের আরো খবর