পাবনার বেড়া উপজেলায় এক সাংবাদিকের গ্রামের বাড়ির সামনে তিনটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
উপজেলার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রঘুনাথপুরে দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতারের গ্রামের বাড়ির সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ তিনটি বস্তু দেখতে পেয়ে বাড়ির বাসিন্দাদের জানানো হয়। সাংবাদিক আখতারুজ্জামানের বড় ভাই সাবেক সেনাসদস্য শামসুর রহমান মিয়া তার স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকেন।
বাড়ির বাসিন্দা শামসুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশী আবুল কাশেম বোমাসদৃশ বস্তুগুলো প্রথমে দেখতে পান। তার ডাকেই গেট খুলে ঘরের পাশে সেগুলো দেখে তিনি পুরানভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এ এম রফিকুল্লাসহ পুলিশকে জানান।
আমিনপুর থানার উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জানান, ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। গেটের পাশে পড়ে থাকা বোমাসদৃশ বস্তু তিনটি আসলে কী, তা বিশেষজ্ঞ দল আসার পর জানা যাবে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘সকালে খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’