ধষর্ণ মামলায় অভিযোগ গঠনের জন্য হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে মামুনুলকে নারায়ণগঞ্জ জেলা আদালতের গারদখানায় রাখা হয়। তাকে নারায়ণগঞ্জের জেলা ও দায়েরা জজ আনিসুর রহমানের আদালতে তোলা হবে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন আদালতের পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে সঙ্গিনী জান্নাত আরা ঝর্ণার সঙ্গে একান্তে সময় কাটানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন মামুনুল। শুরুতে তিনি ঝর্ণাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও পরে জানা যায়, ওই নারীর সঙ্গে তার বিয়ের কোনো সম্পর্ক নেই।
ওই ঘটনায় মামুনুল ছাড়া পেলেও গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপি পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। এরপর সহিংসতার অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এসব মামলায় কয়েক দফা রিমান্ড শেষে মামুনুল এখন কারাগারে রয়েছেন।
ঝর্ণার অভিযোগ, বিয়ে করব, করছি- এমন আশ্বাস দিয়ে মামুনুল তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন। এজন্য তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ধর্ষণের মামলা করেন তিনি।
এই মামলায় মামুনুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের নারী ও শিশু আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ।
তিনি বলেন, সোনারগাঁ থানায় করা জান্নাত আরা ঝর্ণার ধষর্ণ মামলায় মামুনুল হককে আদালতে আনা হয়েছে। তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করা হবে।