পটুয়াখালী সদরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন পথচারী। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক।
পটুয়াখালী-বরিশাল মহাসড়কের মৌকরণ সেতুর ঢালে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ছিলেন কাঠমিস্ত্রি। তার বাড়ি সদর উপজেলার বদরপুর এলাকায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়ালাল ঘোষ এই ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, সাইফুল দুমকী থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন হেঁটে। মৌকরণ সেতুর ঢালের কাছে তিনি রাস্তার পাশ দিয়েই হাঁটছিলেন। সে সময় দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এর চালক ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে।
স্থানীয়রা দুজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।