কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
শুক্রবার এক ঘণ্টার পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। ১৩ হাজার ৯১৮ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ১৩২ জন। উপস্থিতির হার ৭৩ শতাংশ।
এক শিফটে হওয়া এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৮৬ জন। অনুপস্থিতির হার ২৭ শতাংশ।
‘সি’ ইউনিটে ইংরেজি, হিসাববিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগের ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। জিপিএর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের ওপর ফলাফল তৈরি হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ কর্তন করা হবে।
বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘সি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়াসহ অনেকে।
সালামত উল্যা নিউজবাংলাকে বলেন, ‘আজকের পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৭৩ শতাংশ। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখন রেজাল্ট তৈরির কাজ চলছে। যান্ত্রিক ও বৈদ্যুতিক সমস্যা না থাকলে আজ রাতের মধ্যেই রেজাল্ট তৈরি করে আইসিটি সেলে পাঠানো হবে।’