বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিনমজুরকে হত্যায় আসামির যাবজ্জীবন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ অক্টোবর, ২০২১ ১৪:১২

২০১৭ সা‌লের ১ জুন সকা‌লে নন্দনপুর এলাকার ই‌টভাটার পাশে রাজের বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় আসামি জামসেদকে। আদালতে দেয়া স্বীকারোক্তিতে তিনি জানান, পূর্ব বিরোধের জেরে রাজকে হত্যা করেন।

খুলনার রূপসায় চার বছর আগের দিনমজুর রাজ খা হত্যা মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেয়া হয়েছে আরেক আসামিকে।

খুলনা জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক ম‌শিউর রহমান চৌধুরী বৃহস্প‌তিবার এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি হলেন র‌হিমনগর এলাকার জাম‌সেদ ওর‌ফে জা‌বেদ মল্লিক। আর খালাস পাওয়া আসামি হলেন মো. মিজা‌ন।

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী এনামুল হক রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

২০১৭ সা‌লের ১ জুন সকা‌লে নন্দনপুর এলাকার ই‌টভাটার পাশে বস্তাবন্দি মস্তকবিহীন মরদেহ পাওয়া যায়। সে সময় রূপসা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খা‌লেক মরদেহটির সন্ধান পান। তিনি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসা‌মি‌ করে মামলা ক‌রেন।

এর আ‌গে রাজ খার বাবা আমীর আলী খা ছে‌লে নি‌খোঁজ জানিয়েছে রূপসা থানায় এক‌টি জি‌ডি ক‌রেন। মরদেহ উদ্ধারের খবর শুনে তিনি গিয়ে সেটি রাজ খার বলে শনাক্ত করেন।

এর পর তদন্তে জাম‌সেদের সংশ্লিষ্টতা বিষয়টি সামনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। তিনি জানান, পূর্ব বিরোধের জেরে রাজকে তিনি হত্যা করেন।

২০১৯ সালের ২৯ অক্টোবর পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। ২৯ জনের স্বাক্ষ্য নিয়ে আদালত এই রায় দিয়েছে।

এ বিভাগের আরো খবর