পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস আয় বাড়িয়ে লভ্যাংশ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে লভ্যাংশ এসেছে গতবারের মতোই নগণ্য পরিমাণে।
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ৩৫ পয়সা করে পাবেন।
আগের বছর বিনিয়োগকারীদেরকে ২ শতাংশ, অর্থাৎ শেয়ার প্রতি ২০ পয়সা লভ্যাংশ দেয় কোম্পানিটি।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী অগ্নি ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় করতে পেরেছে ৭৭ পয়সা। আগের বছর এই আয় ছিল ৩১ পয়সা।
কোম্পানিটি গত মার্চ পর্যন্ত শেয়ার প্রতি ৭১ পয়সা আয় দেখিয়েছিল। ফলে বিনিয়োগকারীরা এবার আরও বেশি আয়ের প্রত্যাশায় ছিলেন। তবে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে শেয়ার প্রতি আয় হয়েছে মাত্র ৬ পয়সা।
কোম্পানিটির সম্পদূল্যও কিছুটা বেড়েছে। ২০২০ সালের জুনে শেয়ার প্রতি সম্পদ ছিল ১৪ টাকা ৫ পয়সার। এবার তা খানিকটা বেড়ে ১৪ টাকা ৬২ পয়সা হয়েছে।
গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১৪ টাকা ৪০ পয়সা থেকে ২৬ টাকা ৪০ পয়সা পর্যন্ত উঠানামা করেছে। তবে লভ্যাংশ ঘোষণার দিন দাম ছিল ১৯ টাকা ৮০ পয়সা।
এবার কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২১ নভেম্বর। অর্থাৎ যারা লভ্যাংশ নিতে চান, তাদের সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।