রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গোটা ঢাকা শহরজুড়ে তৈরি হয়েছে যানজট।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে নয়াপল্টনে প্রতিবাদ মিছিলে নামা বিএনপি নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলটির নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়তে দেখা যায়। নেতা-কর্মীরাও পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল ছুড়তে থাকেন।
একপর্যায়ে নয়াপল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক ধরে বন্ধ ছিল নাইটিংগেল থেকে মতিঝিল পর্যন্ত সড়কের যান চলাচল। আর তার প্রভাব পড়ে আশপাশের সড়কেও। কাকরাইল, বিজয়নগর, শান্তিনগর, রাজারবাগ, প্রেসক্লাব, পল্টন, মতিঝিল এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
বাস চালক সাইফুল জানান, ‘এক ঘণ্টারও বেশি সময় এক জায়গায় আটকে থাকতে হয়েছে। ঝামেলার কারণে কাকরাইল থেকে গাড়িগুলো বামে যাইতে পারে নাই। তাই এইহানে আটকে থাকতে হইছে ম্যালা সময়।’
সংঘর্ষের ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুরু হয় যান চলাচল। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। রাস্তায় যান চলাচল স্বাভবিক রয়েছে।’
যান চলাচল স্বাভাবিক হলেও ভরদুপুরেও রাজধানীজুড়ে তীব্র যানজট বিরাজ করছে। যার প্রভাব পড়েছে প্রগতি সরণিতেও। এ সড়কের মধ্যবাড্ডা অংশে দুপুর দুইটার দিকেও তীব্র যানজট দেখা গেছে।
দুপুর সাড়ে ১২টার দিকে নাইটিংগেল মোড় থেকে আরামবাগ মোড় পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভবিক হলেও যানজট রয়েছে সেখানে।
জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন হয়ে ফকিরাপুল পর্যন্ত যানজট রয়েছে। একইভাবে পল্টন থেকে জিপিও মোড় হয়ে মতিঝিল এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সড়কেও যানজট আছে।
বাস চালকরা জানান, এই সড়কগুলোতে যানজট এমনিতেও থাকে। তবে আজকে সারা শহরেই জট লেগে আছে।
বাহন পরিবহনের চালক এমদাদ জানান, ‘আসাদগেট থেকে প্রেসক্লাব আসতে আধাঘণ্টা লাগছে। কিন্তু প্রেস ক্লাব থেকে আর সামনে আগাচ্ছে না।’
ট্রাফিক রমনা জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, ‘নিউমার্কেট ও এলিফেন্ট রোডের মার্কেটগুলো বন্ধ থাকায় ওই পাশে যানজট কম। সকাল থেকে সহনীয় পরিস্থিতি ছিল।’
গতকালের মতো আজকে এমন যানজট হবে না বলে আশা করছেন ট্রাফিকের এই কর্মকর্তা।