ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিনের থিম কালার সাদা-লাল। সাদায় শুভ্রতা আর লালে শক্তি বোঝাতেই এমন রংবিন্যাস- এমনটাই মনে করছেন অনেকে। হয়তো চমক রাখতে পরীমনিও খোলাসা করছিলেন না সবকিছু।
আয়োজনের সাজসজ্জা দেখে বোঝা গেল লাল-সাদা রংবিন্যাসের আসল কারণ। পরীমনির জন্মদিনের উদযাপন মঞ্চ সাজানো হয়েছে উড়োজাহাজের ককপিটের আদলে, যার রং হিসেবে ব্যবহার করা হয়েছে সাদা-লাল। সেখানে টুকরো কাগজে লেখা ‘ফ্লাই উইথ পরী’ অর্থাৎ ‘পরীর সঙ্গে ওড়ো’।
ককপিটের আদলে উদযাপন মঞ্চ করার কারণ পরীমনি না জানালেও আন্দাজ করা যায় সহজেই। এর জন্য মনে করতে হবে গত বছর পরীমনির জন্মদিনের একটি ঘটনা।
গত বছর পরীমনি তার জন্মদিনের থিম করেছিলেন ময়ূর। সেই আয়োজনে সংবাদমাধ্যমের সঙ্গে পরীমনি থিম নিয়ে বলার সময় পিকক বলতে গিয়ে ভুলবশত বলেছিলেন, ‘ককপিট’।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর শুরু হয় হাসি-ঠাট্টা। পরীমনির অসাবধানতায় তার ভুলটিকে নিয়ে সমালোচনা করেন অনেকে।
তখন জেদের বশেই হয়তো পরীমনি জানিয়েছিলেন, পরেরবার তার জন্মদিনের থিম হবে ককপিট। সেই কথা রাখলেন পরী।
অনেক ঝড়-ঝাপটার পর পরীমনির এবারের জন্মদিনটিকে ঘিরে বাড়তি আকর্ষণ ছিল ভক্ত-দর্শকদের মধ্যে। শুভ্র শক্তির প্রত্যয় নিয়ে নতুন করে শুরু করবেন পরী- এমনটাই আশা শুভাকাঙ্ক্ষীদের।