বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারি অফিস-হাসপাতালে দালালি, কারাগারে ১৬

  •    
  • ২৪ অক্টোবর, ২০২১ ১৯:৫১

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন রাশেদুল ইসলাম, রায়হান মিয়া, আরিফ হোসেন, মো. শাওন, মেহেদী হাসান, রাসেল মিয়া, মো. শাহজাহান, মো. সম্রাট, ইলিয়াস হোসেন, আয়নাল মিয়া, নাসির হোসেন, নরেশ চন্দ্র শীল, রায়হান উদ্দিন, মনির হোসেন, জবেদা বেগম, রাশেদা বেগম। তাদের বাড়ি মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায়।

মানিকগঞ্জে সরকারি অফিস ও হাসপাতালে দালালির অভিযোগে দালাল চক্রের ১৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বোরবার বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের তাদের কারাদণ্ড দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন রাশেদুল ইসলাম, রায়হান মিয়া, আরিফ হোসেন, মো. শাওন, মেহেদী হাসান, রাসেল মিয়া, মো. শাহজাহান, মো. সম্রাট, ইলিয়াস হোসেন, আয়নাল মিয়া, নাসির হোসেন, নরেশ চন্দ্র শীল, রায়হান উদ্দিন, মনির হোসেন, জবেদা বেগম, রাশেদা বেগম। তাদের বাড়ি মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায়।

মানিকগঞ্জ অঞ্চলের র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে বেলা ২টা পর্যন্ত মানিকগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং সদর হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে দালালসহ ২৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৬ নারী ও পুরুষ তাদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে ১০ দিন এবং নয়জনকে সাত দিন করে কারাদণ্ড দেয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে ।

সরকারি প্রতিষ্ঠানগুলো দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিভাগের আরো খবর