উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা জানান, রোববার পদ্মা-যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাস করে কারাদণ্ড দেয়া শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা-যমুনায় ইলিশ শিকারের অপরাধে ১১ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা আসামিদের উপস্থিতিতে রোববার বিকেল ৪টার দিকে এ কারাদণ্ড দেন।
এস এম আবু দারদা জানান, সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত পদ্মা-যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাস করে কারাদণ্ড দেয়া শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
তিনি আরও জানান, অভিযানে প্রায় ১০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিরতণ করে কারেন্ট জালগুলো নষ্ট করা হয়েছে।