কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) নৌকার মননোয়ন পেয়েই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কটাক্ষ করেছেন শাহ আলম।
তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও এমপিরা ‘কাজের ছেলে’। মনোনয়ন নিতে ঢাকায় গিয়ে তাদের কাছে (কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী) অনেকেই ধরনা দিয়েছেন।
বৃহস্পতিবার নির্বাচনি পথসভায় তিনি এমন বক্তব্য দিয়েছেন। অবশ্য বক্তব্য দেয়ার পর তোপের মুখেও পড়েছেন শাহ আলম।
পথসভায় তিনি বলেন, ‘‘ঢাকায় মনোনয়ন নিতে গিয়ে আমি কোনো ‘কাজের ছেলের’ কাছে যাইনি। গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি।’’
শাহ আলম বলেন, ‘গণভবনে শেখ হাসিনার সঙ্গে এমপি, মন্ত্রীদের দেখা করা কঠিন হলেও আমার জন্য কোনো বিষয় না। নৌকা আমার, তাই আমি শেখ হাসিনার সঙ্গে দেখা করে নৌকা এনেছি।’
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের নৌকার মনোনয়ন পেয়ে বৃহস্পতিবার উখিয়ার হলদিয়ার বিভিন্ন স্টেশনে শোডাউন করেন শাহ আলম।
হলদিয়াপালংয়ে নৌকার প্রার্থী হয়ে শাহ আলম বলেন, ‘তৃণমূলের নেতারা ৩০ টাকার মানুষ। বিশেষ করে ওয়ার্ড আওয়ামী লীগের কোনো মূল্যই নাই। তাই তাদের মতামত বা সুপারিশের কোনো গুরুত্ব দেয়নি মনোনয়ন বোর্ড।’
শাহ আলমের এমন বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগের অন্য নেতাদের তোপের মুখেও পড়তে হয়েছে তাকে। মনোনয়ন পেয়েই কেন্দ্রীয় নেতাদের এমন করে কটাক্ষ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন তারা।
হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসলাম বলেন, ‘প্রার্থিতা নিয়ে তৃণমূলের ভোটাভুটিতে শাহ আলমের ভরাডুবি হয়। তারপরও নেতাদের ধরে তিনি মনোনয়ন পেয়েছেন। এখন তিনি উল্টো গান গাইছেন।’
তিনি বলেন, ‘গত ৫ বছর তৃণমূলের নেতাদের মূল্যায়ন না করায় তৃণমূলের নেতারা তাকে বয়কট করেছে। তৃণমূলের সুপারিশ ছাড়া মনোনয়ন পেয়ে সে দলের ত্যাগী নেতাদের বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন।
‘আমরা বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রতিবাদ জানিয়ে তার নামে দলীয় সভানেত্রীর কাছে অভিযোগ জানিয়েছি।’