সরকারকে বিপদগ্রস্ত ও দেশে অশান্তি তৈরি করতে কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।
তিনি বলেছেন, ‘কিছুদিন আগে হেফাজত যেরকম তাণ্ডব চালিয়েছিল, সে রকম আরেকটি তাণ্ডবের জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। সরকারকে একধরনের বিপদগ্রস্ত করার জন্য, আমাদের দেশে অশান্তি তৈরি করার জন্য কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন রেখে অশান্তি তৈরির পরিকল্পনা করা হয়েছে।’
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হক মানিক মিয়া হলে কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন অবমাননা করার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, ‘সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনিতবিলম্বে প্রেস কনফারেন্স করে জাতিকে জানিয়ে দিন মুসলমানদের বিভ্রান্ত করার জন্য, আলেম সমাজকে বিভ্রান্ত করার জন্য, জামাত-বিএনপি-হেফাজত এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত।’
তিনি বলেন, ‘আমাদের দেশে কিছুদিন আগে হেফাজতওয়ালারা অন্যায়ভাবে এই দেশের আপামর জনতাকে বিপথগামী করার জন্য মামুনুল হককে খেপিয়ে এদেশের আলেম সমাজের ক্ষতি করেছে। আবারও ক্ষতিগ্রস্ত করার জন্য, ধর্মভীরু জনগণকে রাজপথে নামানোর জন্য পূজা মণ্ডপের ষড়যন্ত্র করে কোরআন রাখা হয়েছে।’