সিরাজগঞ্জে নলকা সেতুর একপাশ খুলে দেয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গের পথে যানজটের তীব্রতা কমতে শুরু করেছে।
বুধবার সারা রাত বন্ধ থাকার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সেতুর একপাশ খুলে দেয়া হয়। এর পরই ঘুরতে শুরু করে গাড়ির চাকা।
এর আগে নলকা সেতুতে সংস্কার কাজের কারণে বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে ২১ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারীরা।
নলকা সেতুতে সংস্কার কাজের কারণে মাত্র একটি লেন খোলা রাখায় গত মঙ্গলবার থেকেই এই মহাসড়কে ছিল যানবাহনের ধীর গতি। তবে বুধবার রাতে ওই লেনটিও বন্ধ করে দেয়া হয়। আর এতে সৃষ্টি হয় যানজট। বৃহস্পতিবার তা ভয়াবহ আকার ধারণ করে। তবে সংস্কার কাজ শেষ না হওয়ায় যানজট শুক্রবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী নিউজবাংলাকে জানান, গত ১২ অক্টোবর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের নলকা সেতুতে খানাখন্দ মেরামতের জন্য তিনদিন কাজ চলবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গগামী সব যানবহনকে আঞ্চলিক সড়কগুলোতে চলাচল করতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘এই ঘোষণা না মানার কারণে পাবনা, রাজশাহী ও রংপুর মহাসড়কের প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এই সেতু মেরামত করতে আগামীকাল শুক্রবার পর্যন্ত কাজ চলমান থাকবে। সেজন্য সকল যানবহন চালকদের বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।’