সিরাজগঞ্জের নলকা সেতুতে সংস্কার কাজের কারণে বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে ২১ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
নলকা সেতুতে সংস্কার কাজের কারণে মাত্র একটি লেন খোলা রাখায় গত মঙ্গলবার থেকেই এই মহাসড়কে ছিল যানবাহনের ধীর গতি। তবে বুধবার রাতে ওই লেনটিও বন্ধ করে দেয়া হয়। আর তাতে শুরু হয় যানজট। বৃহস্পতিবারে তা ভয়াবহ আকার ধারণ করে।
এই যানজট শুক্রবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী নিউজবাংলাকে জানান, গত ১২ অক্টোবর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের নলকা সেতুতে খানাখন্দ মেরামতের জন্য তিনদিন কাজ চলবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গগামী সব যানবহনকে আঞ্চলিক সড়কগুলোতে চলাচল করতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘এই ঘোষণা না মানার কারণে পাবনা, রাজশাহী ও রংপুর মহাসড়কের প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এই সেতু মেরামত করতে আগামীকাল শুক্রবার পর্যন্ত কাজ চলমান থাকবে। সেজন্য সকল যানবহন চালকদের বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।’
লালমনিরহাট থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক ইব্রাহিম বলেন, ‘আমি গতকাল বুধবার দুপুর ১২টার দিকে হাটিকুমরুল গোল চত্বরে এসেছি। আজ ১০টা পর্যন্ত কড্ডার মোড় পর্যন্ত এসেছি। জানিনা কবে ঢাকা গিয়ে পৌঁছাব।’
নলকা সেতু সাময়িকভাবে বন্ধ থাকার কারণে শহরের ভেতরের সড়কে বাস চলাচলের ফলে সিরাজগঞ্জের আঞ্চলিক সড়কগুলোতেও যানজট সৃষ্টি হয়েছে।