বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশের বাজারে ভিভো এক্স৭০প্রো ফাইভজি

  •    
  • ১২ অক্টোবর, ২০২১ ১৯:১২

সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ার-কোয়াড ক্যামেরা অ্যারেতে থাকছে ৫০ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ।

দেশের বাজারে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর প্রিমিয়াম স্মার্টফোন ভিভো এক্স৭০প্রো ফাইভজি উন্মোচন করা হয়েছে।

বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জেইসের সঙ্গে সমন্বয় করে ভিভো এক্স৭০প্রো এনেছে প্রতিষ্ঠানটি।

ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘অপটিকস ও অপটো-ইলেকট্রনিক্সের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেইস ও ভিভোর পার্টনারশিপ মোবাইল ফটোগ্রাফিতে অসাধারণ অভিজ্ঞতা দেবে।

‘ভিভো এক্স৭০প্রো এর মাধ্যমে ভিভো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ও প্রফেশনাল ফটোগ্রাফির দূরত্ব কমিয়ে এনেছে।’

ভিভো এক্স৭০প্রো স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৫৬ ইঞ্চির ডিসপ্লে।

সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ার-কোয়াড ক্যামেরা অ্যারেতে থাকছে ৫০ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ।

স্থির ছবি বা ভিডিও ধারণের জন্য ভিভো এক্স৭০ প্রো স্মার্টফোনে রয়েছে আল্ট্র-সেন্সিং গিম্বল ক্যামেরা এবং গিম্বল স্ট্যাবিলাইজেশন ৩.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

ভিভো জানায়, ভিভো এক্স৭০ প্রো ফাইভজিতে আছে ভিআইএস ৫-অ্যাক্সিস আল্ট্রা স্টেবল ভিডিও প্রযুক্তি যা গিম্বল স্ট্যাবিলাইজেশনের ফলে দুর্দান্ত ছবি তোলা এবং ভিডিও অভিজ্ঞতা দেয়।

স্মার্টফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ভিভো চিপ। রয়েছে ৪৪৫০এমএএইচ ব্যাটারি, সঙ্গে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ।

ভিভো এক্স৭০ প্রো ফাইভজি ফোনটির দাম ৭২ হাজার ৯৯০ টাকা।

এ বিভাগের আরো খবর