রংপুরে ইটের দেয়ালচাপায় আয়েশা সিদ্দিকা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
কাউনিয়া উপজেলার হারাগাছের সারাই বাজার খানবাড়ি গ্রামে রোববার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মমিনুল ইসলাম রুবেলের মেয়ে।
পুলিশ জানিয়েছে, আয়েশা রাতে প্রতিবেশী রিয়াদের আধাপাকা ঘরে খেলছিল। ওই সময় দেয়ালের সঙ্গে থাকা সেলাই মেশিন সরালে সেটি তার ওপর ভেঙে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আয়েশার বাবা রুবেল ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘মুই কিছু জানোং না। কী হইছে সেখানে তোমরা তদন্ত করি দেকো।’
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। পরিবারের অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হবে।