বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাছবাহী পিকআপে লরির ধাক্কা, ২ শিশু নিহত

  •    
  • ১০ অক্টোবর, ২০২১ ১২:১৬

ফৌজদারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমির ফারুক জানান, সকালে বাবা মিন্টু মিয়ার সঙ্গে নাস্তা করতে এসেছিল সিয়াম। তাদের সঙ্গে রাস্তা পার হচ্ছিল আরেক শিশু জনি। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাছবাহী পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় লরি। এতে ঘটনাস্থলেই নিহত হয় সিয়াম ও জনি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে লরির ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুদের একজনের বাবা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নামার বাজার এলাকায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ১০ বছর বয়সী মো. সিয়াম ও ১৫ বছর বয়সী মেহেদী হাসান জনি। ওই সময় সিয়ামের বাবা মিন্টু মিয়া গুরুতর আহত হন।

ফৌজদারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমির ফারুক নিউজবাংলাকে জানান, সকালে বাবা মিন্টু মিয়ার সঙ্গে নাস্তা করতে এসেছিল সিয়াম। তাদের সঙ্গে রাস্তা পার হচ্ছিল আরেক শিশু জনি। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাছবাহী পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় লরি।

তিনি জানান, ধাক্কা খেয়ে পিকআপটি তিনজনের ওপর পড়ে। এর মধ্যে দুই শিশু ঘটনাস্থলেই নিহত হয়।

গুরুতর আহত মিন্টু মিয়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পিকআপ ভ্যান ও লরি জব্দ করা হয়েছে।

দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর