বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ডুবে যাওয়া সারবোঝাই কার্গো জাহাজটি তুলতে মালিকপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তা না হলে নিজস্ব অর্থায়নে জাহাজ তুলে নিলামে বিক্রি করে দেবে বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন শনিবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে জাহাজের মালিক কাজী নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে।
এতে বলা হয়েছে, জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নৌপরিবহন আইন অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে দুর্ঘটনাস্থল থেকে জাহাজটিকে উদ্ধার করতে হবে। এ সময়ের মধ্যে মালিকপক্ষ ব্যর্থ হলে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় জাহাজ উদ্ধার করে নিলামে তোলা হবে। তবে উদ্ধারের খরচ দিয়ে বন্দর কর্তৃপক্ষ থেকে জাহাজ ছাড়িয়ে নিতে পারবে মালিকপক্ষ।
চিঠিতে আগামী তিন দিনের মধ্যে ডুবে যাওয়া জাহাজ থেকে সার সরিয়ে নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।
এই চিঠির অনুলিপি সুন্দরবন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কোস্ট গার্ড, পরিবহন মালিক সমিতি, বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশন ও মোংলা থানায় পাঠানো হয়েছে।
পশুর নদীর চিলা ও কাইনমারী এলাকার ডুবোচরে শুক্রবার বেলা ২টার দিকে তলা ফেটে ডুবে যায় এমভি দেশবন্ধু জাহাজটি। এতে সাড়ে ৮০০ টন সার ছিল।