কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় লরির ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার সুয়াগাজী বাটপাড়া এলাকায় বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামিল হোসেন ও মোজাম্মেল হক। জামিল হোসেনের বাড়ি জেলার সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুর এলাকার। তিনি অটোরিকশার চালক ছিলেন। আর যাত্রী মোজাম্মেল হকের বাড়ি একই উপজেলার বাটপারা এলাকায়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক খোরশেদ আলম।
তিনি জানান, চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়ে আসা একটি লরি সুয়াগাজী বাটপারা এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, লরিচালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মহাসড়কের পাশে একটি শাখা সড়কে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
তিনি আরও জানান, লরিটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।