বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জনগণ বিএনপিকে ভোট দেবে আ.লীগ থেকে বাঁচতে: ফখরুল

  •    
  • ৫ অক্টোবর, ২০২১ ২০:৪০

‘ওনাদের (আওয়ামী লীগ সরকার) হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। ওনারা দেশের যে অবস্থা করেছেন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, জীবিকার কোনো নিরাপত্তা নেই। চতুর্দিকে ভয়, ত্রাস ও সন্ত্রাস ছাড়া আর কিছু নেই। এর ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।’

জনগণ কী কারণে কোন স্বপ্নে বিএনপিকে ভোট দেবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন জিজ্ঞাসার জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ থেকে বাঁচতে জনগণ তাদের ভোট দেবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়া শেষে সোমবারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তোলা প্রশ্নের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মঙ্গলবার এ কথা বলেন।

আগের দিন সরকারপ্রধানের সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে গুরুত্ব পায় আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। এমন একটি প্রশ্নে শেখ হাসিনা বলেন, বিএনপির কোনো আশা নেই। জনগণ তাদেরই ভোট দেবে বলে তিনি মনে করেন।

আওয়ামী লীগ-প্রধান পাল্টা প্রশ্ন করে বলেন, ‘ওদের কে ভোট দেবে? আমি সাংবাদিকদের কাছে জিজ্ঞেস করি- কারা, কী কারণে, কোন সুখের স্বপ্নে বিএনপি বা অন্যদের ভোট দেবে? আমরা কিছু করলাম কি না, সেটাও একটু তুলনা করেন।’

পরদিন ডাকা জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘ওনাদের (আওয়ামী লীগ সরকার) হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। ওনারা দেশের যে অবস্থা করেছেন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, জীবিকার কোনো নিরাপত্তা নেই। চতুর্দিকে ভয়, ত্রাস ও সন্ত্রাস ছাড়া আর কিছু নেই। এর ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।’

ফখরুল বলেন, ‘এ কারণে বিএনপিকে ভোট দেবে যে, ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলে আজকে ৭০ টাকা কেজি চাল। ৭০ টাকায় চাল খাওয়া সম্ভব নয় বলেই জনগণ বিএনপিকে ভোট দেবে। বিনা পয়সায় সার দেবে কৃষকদের বলেছিল, সেখানে সারের দাম আকাশচুম্বী।

‘মানুষ নিজের ভোট নিজে দিতে চায় এবং যাকে খুশি তাকে দিতে চায়, সে জন্য বিএনপিকে ভোট দেবে। কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। কারণ, আজকে গত দুই বছরের সরকারের ব্যর্থতার কারণে করোনার সময়ে অর্থনৈতিক প্যাকেজের মাধ্যমে জনগণকে রক্ষা করা যেত, সেটা না করার কারণে বেশির ভাগ কলকারখানা বন্ধ হয়ে গেছে, লোকজন ছাঁটাই হয়ে গেছে। অপ্রাতিষ্ঠানিক সেক্টরগুলো পুঁজি হারিয়েছে এবং সেসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান কমে গেছে।

‘আজকে দুর্ভাগ্যক্রমে এই দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেখান থেকে মানুষ এখন মুক্তি চায়। আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়, শেখ হাসিনার হাত থেকে মুক্তি চায়, এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়।’

বিএনপির সরকারের কথা তুলে ধরে ফখরুল বলেন, ‘বিএনপি একমাত্র দল যারা জনগণকে কিছুটা শান্তি দিয়েছিল। মাইক্রো ইকোনমিকসকে স্টেবল পজিশনে নিয়ে এসেছিল। সে জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে।'

বিএনপি নেতা বলেন, ‘সরকার বলছে, অনেক উন্নয়ন করেছে। যদি এত উন্নয়ন করে থাকে তাহলে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিক না কেন? তাহলে আজকে কেন তারা সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন না, সমাধান করছেন না। সরকারকে বলব, এত কথা বলেন, এত দাম্ভিকতা দেখান। ভাই একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করেন দেখেন। মানুষকে ভোট দিতে দেন।’

সরকারের ভোটে আস্থা নেই

আওয়ামী লীগ সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে না বলে আবার অভিযোগ করেন ফখরুল। বলেন, “আজকে যতগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, এমনকি জাতিসংঘের কাছ থেকে এমন কথা আসে যে, ‘আমরা নির্বাচনে সহযোগিতা করতে রাজি আছি যদি বাংলাদেশ সরকার বলে’। এ রকম প্রশ্ন কেন আসে? কারণ, এই নির্বাচনব্যবস্থার প্রতি কারো আস্থা নেই। না জাতির না আন্তর্জাতিক সংস্থাগুলোর।’

সংবিধান তো বাইবেল নয়

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই- সরকারের এ রকম বক্তব্য খণ্ডন করে বিএনপি নেতা বলেন, ‘সংবিধান কি একটা বাইবেল যে এটা পরিবর্তন করা যাবে না? জনগণের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে আপনাকে।

‘তারাও তো পরিবর্তন করেছে। দুর্ভাগ্যটা কোথায়? তারা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল এবং ১৭৩ দিন হরতাল করেছিল। সে জন্য কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করেছিলেন।’

১৯৯৬ সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখে যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে বিএনপি সংযোজন করেছিল, সেটিকে অসাংবিধানিক রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। এরপর আওয়ামী লীগ সরকার সেটি সংবিধান থেকে বাদ করে নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে ভোটের ব্যবস্থা করে।

এর প্রতিবাদে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও প্রতিহতের ডাক দেয় বিএনপি। তবে ২০১৮ সালের ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের অধীনেই আসে তারা।

এই নির্বাচনে বড় পরাজয়ের পর বিএনপি তোলে কারচুপির অভিযোগ আর আগামী জাতীয় নির্বাচন আবার তত্ত্বাবধায়কের অধীনে করার দাবি তুলছে।

ফখরুল বলেন, ‘আজকে তারা জেনে গেছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। সে জন্য দলীয় সরকারের অধীনেই নির্বাচনের বিধান রাখতে চায় তারা।’

‘আন্দোলন হবেই’

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ দেশের মানুষ আন্দোলন করবেই মন্তব্য করে ফখরুল বলেন, ‘দাবি আদায়ের জন্য আন্দোলন হবে, এ দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আগে আন্দোলন করেছে, এবারও করবে।

‘আমাদের দাবি একটাই, আমরা কিচ্ছু চাই না। আমরা শুধু নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার চাই।’

‘২০০৮ সালের নির্বাচন নিরপেক্ষ ছিল না’

২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বিএনপির বড় পরাজয়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমি শুধু একটা কথা বলব বিএনপিকে, ২০০৮ সালের নির্বাচন নিয়ে তো তাদের কোনো অভিযোগ নাই। তাহলে সেটাতে তারা জিততে পারেনি কেন? তখন প্রশ্ন তোলেনি কেন?’

সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট আড়াই শর বেশি আসনে জেতে। আর বিএনপি আসন পায় ৩০টি।

ফখরুল বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে অবশ্যই প্রশ্ন ছিল, অবশ্যই ছিল। ওই সময়ে সরকার ছিল একটা অবৈধ সরকার। হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে তাদের দুই বছর বাড়িয়ে দিয়েছিল। কোথাও প্রভিশন নেই সংবিধানের মধ্যে ২ বছর থাকার কথা নেই। আছে ৯০ দিন থাকার।’

তিনি বলেন, ‘আমরা তখনও বলেছিলাম যে, এটা গণতন্ত্রের স্বার্থে দেশনেত্রী মেনে নিয়েছিলেন। কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে, ওই সময়ে ফেয়ার নির্বাচন হয়েছিল।’

‘ভোটে না আসতে পারলেও নেতা খালেদা জিয়াই’

আগের দিন সংবাদ সম্মেলনে বিএনপির দুই শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দণ্ডের বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, তারা ভোটে আসতে পারবেন না।

বাংলাদেশের আইন অনুযায়ী ফৌজদারি মামলায় দুই বছরের সাজা হলেই তিনি ভোটে অযোগ্য হবেন। এ কারণে একাদশ সংসদ নির্বাচনে ভোটে দাঁড়াতে পারেননি খালেদা জিয়া। সে সময় আদালতে আইনি লড়াইয়ে গিয়ে হেরে যায় বিএনপি। ফলে আগামী নির্বাচনেও তার অংশগ্রহণ অনিশ্চিতই বলা যায়।

সার্চ কমিটি ধোঁকাবাজি

আগামী জাতীয় নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন আবার সার্চ কমিটির মাধ্যমে করা হবে বলে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, তাকে ‘জনগণের সঙ্গে ধোঁকাবাজি’ বলেন ফখরুল।

তিনি বলেন, ‘এটা সম্পূর্ণভাবে সরকার তার নিজের পছন্দমতো লোকজনকে দিয়ে তৈরি করে এবং সেটাকে নির্বাচনে কাজে লাগায়।

‘আমরা গতবার দেখলাম, ২০১৮ সালের নির্বাচনে হুদা (কে এম নুরুল হুদা) সাহেবের যে কমিশন, তারা দলীয় ভূমিকা পালন করেছে, যেটা কোনোমতেই গ্রহণযোগ্য না।'

বিএনপি নেতা বলেন, ‘যদি নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে সেই নির্বাচনটা কখনোই সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হয় না।’

‘অতীতের মতো নির্বাচন জনগণ মানবে না’

বিএনপির দাবি না মানলে জনগণ মানবে না বলেও মন্তব্য করেন ফখরুল। বলেন, ‘আমরা পরিষ্কার করে বলছি যে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং ২০১৪ অথবা ২০১৮ সালের নির্বাচন নির্বাচন খেলায় জনগণ আর অংশগ্রহণ করবে না।’

আগামী নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করা হবে জানতে পারার কথা বলে ফখরুল বলেন, ‘এটা হলে তো হয়েই গেল, আর নির্বাচন তো দরকার নেই। ইভিএম দিয়েই তো তারা নিয়ে চলে যাবে।’

বিএনপি নেতা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার গঠন করার ব্যাপারে তাদের একমত হতে হবে। তারপরে ভালো নির্বাচন কমিশন গঠনের জন্য তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কনসেনসাসে আসতে হবে।’

‘সামরিক বাহিনীতে ফাঁসিতে জিয়ার ভূমিকা ছিল না’

জিয়াউর রহমানের শাসনামলের সেনাবাহিনীতে অভ্যুত্থানের নামে বিপুলসংখ্যক মানুষকে ফাঁসি দেয়ায় ঘটনার তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য রেখেছেন, তারও প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল। বলেন, ‘সামরিক আইনে মার্শাল কোর্টে তাদের বিচার হয়েছিল। এখানে জিয়াউর রহমানের ভূমিকা ছিল না, থাকতেই পারে না।'

এ বিভাগের আরো খবর