বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিয়ানমার থেকে অস্ত্র-মানব পাচার রোধে প্রয়োজনে গুলি

  •    
  • ৫ অক্টোবর, ২০২১ ১২:১৭

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু অবৈধ কর্মকাণ্ড বন্ধে এখন থেকে গুলি চালানো হবে। তাহলেই মানব, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ হবে।’

মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

সিলেট নগরীর এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি অনুষ্ঠানে মঙ্গলবার সকালে যোগ দিয়ে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘মিয়ানমার সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে... মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু অবৈধ কর্মকাণ্ড বন্ধে এখন থেকে গুলি চালানো হবে। তাহলেই মানব, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ হবে।’

তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

ভারত সরকারের পক্ষ থেকে আসা দুটি আইসিইউ অ্যাম্বুলেন্স বুঝে নেয়ার জন্য হাসপাতালটির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে চলে এই অনুষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সিলেটের উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সিলেটের কোনো উন্নয়ন যেন আটকে না যায়, সে ব্যাপারে স্থানীয় নেতাদেরও নজর রাখার পরামর্শ দেন তিনি।

এ বিভাগের আরো খবর