খাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
জেলা সদরের জিরো মাইল উত্তর মহালছড়া এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মিজানুর রহমান, ঈশ্বর চাকমা, আবু ইউসুফ, তানভির হোসেন, সেলিম রেজা ও পিকআপ চালক সুজন চাকমা। এর মধ্যে গুরুতর আহত আবু ইউসুফ ও তানভীর হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) মো. হাসান নিউজবাংলাকে জানান, ভোরে ঢাকা থেকে খাগড়াছড়িগামী বাসের সঙ্গে পুলিশের টহল পিকআপের সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ মোট ৬ জন আহত হন।
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আশঙ্কাজনক হওয়ায় ২ জনকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘আমরা বাসটি আটক করে থানায় এনেছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।‘