অনলাইন নিউজপোর্টাল নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে মানিকগঞ্জে। বর্ণিল আয়োজনে শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহসভাপতি আহম্মেদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান, সহসভাপতি কাবুল উদ্দিন খাঁন ও দৈনিক প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন।
নিউজবাংলার প্রথম জন্মদিনের কেক কাটেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন। এ সময় তিনি বলেন, ‘নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে আসছে। আশা করি আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নিউজবাংলার সাফল্য কামনা করছি।’
কেক কাটা শেষে বিশেষ অতিথি প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু বলেন, ‘দেশে অনেক অনলাইন নিউজপোর্টাল আছে, কিন্তু নিউজবাংলা একটু ব্যতিক্রম। নিউজবাংলায় সব সময় একটু আলাদা নিউজ থাকে। তাদের নিউজের মান অন্য পোর্টালের চেয়ে অনেক ভালো।’
নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম আরও এগিয়ে যাবে, দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা জানান অতিথিরা।