বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডাচ ডেইরি ফার্ম পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃষিভিত্তিক শিল্পের গুরুত্ব অপরিসীম। আমরা পাট রপ্তানি করে এক বিলিয়ন ডলার পাই। গার্মেন্টস শিল্পে আমরা বিশ্বে দ্বিতীয়। বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। খামার পর্যটন শিল্পেও বহুমাত্রিকতা আনবে।’
মন্ত্রী বলেন, ‘মুন্সীগঞ্জ একটি সম্ভবনাময় জেলা। এ জায়গায় এমন একটি খামার হচ্ছে, যা দেখতে বিদেশিরা আসবেন। এ খামার দেখে বাংলাদেশের বহু জায়গায় এমন খামার তৈরি হবে। প্রধানমন্ত্রী এসব ব্যাপারে সবসময় প্রণোদনা দিচ্ছেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের এমপি নূর মোহাম্মদ, মুন্সীগঞ্জের এডিসি জেনারেল আব্দুল কাদের মিয়া, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, ডাচ ডেইরি ফার্মের এমডি জিল্লুর রহমান মৃধা রিপনসহ অনেকে।
ডাচ ডেইরি ফার্ম কর্তৃপক্ষ জানায়, লৌহজংয়ে বেসরকারি উদ্যোগে ১২৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে আধুনিক মডেলের ডাচ ডেইরি ফার্ম। খামারটিতে বর্তমানে দেশি-বিদেশি জাতের ১২০০ গরু প্রতিপালন হচ্ছে।
প্রতিদিন ২২০০ লিটার দুধ উৎপাদন হয় খামারটিতে।