গাজীপুরের টঙ্গীর কাজীবাড়ি এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে স্বর্ণালংকার লুটের অভিযোগ এনে মামলা করেছেন এক ব্যবসায়ী।
টঙ্গী পূর্ব থানায় সোমবার রাতে এই মামলা হয়। এজাহারে বলা হয়েছে, রোববার রাতে ওই লুটের ঘটনা ঘটে।
নিউজাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন।
ব্যবসায়ী ইয়াসিন মিয়া নিউজবাংলাকে বলেন, ‘প্রতিদিনের মতো আমার মালিকানাধীন রিয়ামনি জুয়েলার্সের দোকান বন্ধ করে ১৪ ভরি স্বর্ণ ও ১০৭ ভরি রুপা নিয়ে কর্মচারী আমির হোসেন ও মামাতো ভাই আবুল কালাম আজাদ বাসায় ফিরছিল।
‘এ সময় গাজীপুরা কাজীবাড়ি সড়কের রুহুল ভ্যারাইটিজ স্টোরের সামনে পৌঁছলে একটি সাদা রঙের মাইক্রোবাস তাদের গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে নেমে অজ্ঞাত ৬-৭ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তাদেরকে তল্লাশি করে। তারা প্রত্যেকে ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত ছিল।
‘একপর্যায়ে তারা দোকান কর্মচারী ও আমার মামাতো ভাইকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলে তাদের প্রথমে পেটানো হয়। পরে সোনা ও রুপা ছিনিয়ে নিয়ে মুখে স্কচটেপ লাগিয়ে কোনাবাড়ী মৌচাক এলাকায় ফেলে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করি।’
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি মামলা হয়েছে।