ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে তানিয়া আক্তার ও উম্মে হাবিবা নামের দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কুড়াটি গ্রামে এ ঘটনা ঘটে।
৯ বছর বয়সী তানিয়া ওই গ্রামের তারা মিয়ার মেয়ে এবং ৮ বছরের হাবিবা বাচ্চু মিয়ার মেয়ে।
নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) উবায়দুর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিকেল ৩টার দিকে তানিয়া ও হাবিবাসহ কয়েকটি শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায় তানিয়া ও হাবিবা ডুবে যায়। তখন অন্য শিশুদের চিৎকারে লোকজন এসে দুই শিশুকে উদ্ধার করে। দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।