হবিগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের সংঘর্ষে এক শিক্ষকসহ দুইজন নিহত হয়ছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সদর উপজেলার ধুলিয়াখাল আমতলী এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রোকেয়া খাতুন ও সদর উপজেলার শরীফপুর গ্রামের সাইফুল ইসলাম (২৮)।
আহতরা হলেন হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার জামাল মিয়ার স্ত্রী আছমা খাতুন, ওয়াহিদুর রহমানের স্ত্রী মারিয়া খাতুন ও মেয়ে আরিয়া আক্তার, চুনারুঘাট উপজেলার দেওন্দি এলাকার চন্দন কুমার দাশ।
এসআই সাইদুর জানান, হবিগঞ্জ শহর থেকে একটি বাস শ্রীমঙ্গল যাচ্ছিল। পথে আমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রোকেয়া খাতুন।
তিনি আরও জানান,আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শিশু আরিয়া আক্তারকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।