বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৈয়দপুর-কক্সবাজার বিমান চলাচল অক্টোবরে

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ২২:২৩

বিমান কর্মকর্তা জিয়া উদ্দীন জানান, অক্টোবরে সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু হলে স্থানীয়ভাবে থাকবে বাস সার্ভিস। এর আওতায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুরের যাত্রীদের বিনা মূল্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মাইক্রোবাসে সেবা দেয়া হবে।

দিনক্ষণ ঠিক না হলেও সামনের মাসেই সৈয়দপুর-কক্সবাজার আকাশ পথে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস।

নীলফামারী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) জিয়া উদ্দীন আহমেদ।

তিনি বলেন, ফ্লাইট চালু হলে রংপুর বিভাগের আট জেলার মানুষ সরাসরি পর্যটন শহর কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন। সপ্তাহে তিন দিন এই রুটে সেবা দেবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা। যাত্রীর চাপ থাকলে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।

এর আগে ডিসি অফিস চত্বরে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহরে বিমান যাত্রীদের আনা নেয়ার জন্য এসি বাস সার্ভিস উদ্বোধন করেন জিয়া উদ্দীন।

বিমান কর্মকর্তা জিয়া জানান, অক্টোবরে সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু হলে স্থানীয়ভাবে থাকবে বাস সার্ভিস। এর আওতায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুরের যাত্রীদের বিনা মূল্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মাইক্রোবাসে সেবা দেয়া হবে।

পর্যায়ক্রমে নীলফামারী-পঞ্চগড়েও এ বাস চলাচল করবে বলে জানান যুগ্ম সচিব জিয়া উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর ডিসি হাফিজুর রহমান চৌধুরী।

উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রান্সপোর্ট বিভাগের জিএম মেজর তাগির, স্থায়ীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, বিমানের নীলফামারী জেলা ম্যানেজার হারুন আর রশীদ, জেলা চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার ও এস এম সফিকুল আলম ডাবলু, চেম্বারের পরিচালক ফরহানুল হক।

এ বিভাগের আরো খবর