বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও নৌকা মনোনয়ন চান আইভী

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০১:৫৩

আইভী বলেন, ‘আমি তো নৌকার মানুষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আমি মায়ের পেট থেকে শুনে আসতেছি। আসন্ন নির্বাচনেও আমি মনোনয়ন চাইব। নেত্রী আমাকে মনোনয়ন দিলে নৌকা নিয়েই নির্বাচনে অংশ নেব।’

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আবারও নৌকার প্রার্থী হতে দলের কাছে মনোনয়ন চাইবেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। তবে দল যাকে মনোনীত করবে, তার হয়ে নির্বাচন করার কথাও বলেছেন তিনি।

আইভী বলেছেন, ‘আমি তো নৌকার মানুষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আমি মায়ের পেট থেকে শুনে আসতেছি। আসন্ন নির্বাচনেও আমি মনোনয়ন চাইব। নেত্রী আমাকে মনোনয়ন দিলে নৌকা নিয়েই নির্বাচনে অংশ নেব।’

তিনি বলেন, ‘নিবার্চনে আমার দল যাকে নমিনেশন দিবে সে নির্বাচন করবে। আমাকে দিলে আপনারা আমার নির্বাচন করবেন। আপনাকে দিলে আমি আপনার নির্বাচন করব।’

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে আইভী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আমার নেত্রীর আদর্শের বাইরে গিয়ে কোনো কাজ করব না। দল নমিনেশন দিক বা না দিক, কাজ করি আর না করি, এই নারায়ণগঞ্জ শহরের পাশে থাকব। সন্ত্রাসের বিপক্ষে থাকব। যতক্ষণ আমি বেঁচে থাকব, অন্যায়ের বিরুদ্ধে থাকব।’

আইভী বলেন, ‘আমরা সকলেই নির্বাচন করতে পারি। আমরা সকলেই নমিনেশন চাইতে পারি। আমরা দল করি, আমাদের একটা উদ্দেশ্য থাকে, একটি পর্যায়ে যাব ও নিবার্চন করব। সুতরাং যারা দল করেন তাদের অনেকের নমিনেশন চাওয়ার অধিকার আছে।

‘কিন্ত বেফাঁস কথাবার্তা বলে নারায়ণগঞ্জের মাটিকে উত্ত্যক্ত করার চেষ্টা করবেন না। নারায়ণগঞ্জকে জঙ্গি এরিয়া বানানোর চেষ্টা করবেন না। হিন্দু ও মুসলমানের মধ্যে সংঘাত সৃষ্টি করবেন না। কিছুদিন পর পর নাটক সাজান, এগুলো কইরেন না।’

মেয়র আইভী বলেন, ‘এমন বড় কথা বলবেন না, যে কথা আপনাদের ধস নামিয়ে দেবে। মানুষের কাতারে যান। মানুষ যদি ভোট দেয়, নমিনেশন নিয়ে নির্বাচন করবেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নেত্রী, কিন্তু আপনারা আমাকে বারবারই বানাতে চান জামায়াত-বিএনপি। আমার আপত্তি নাই, বানান। কারণ মানুষ জানে আমি কী।’

আইভী বলেন, ‘২০১৮ সালে তো মরেই গেছিলাম। কিছু হকার নামধারী দস্যু তো শেষ করেই দিয়েছিল, কিন্তু সবার দোয়ায় আমি বেঁচে আছি।’

২০১৬ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছিলেন নৌকা প্রতীকের আইভী।

এ বিভাগের আরো খবর